ক্র:নং |
সেবার তালিকা |
যে ভাবে পাওয়া যাবে |
|
সমবায় সমিতি নিবন্ধন |
সমবায় সমিতি নিবন্ধন নীতিমালা,২০১৩ খ্রি: অনুসারে নির্ধারিত পদ্ধতিতে আবেদনের মাধ্যমে |
|
উপ-আইন সংশোধন |
বিশেষ/সাধারন সভায় সিদ্ধান্ত নির্ধারিত পদ্ধতিতে আবেদনের মাধ্যমে |
|
নির্বাচন কমিটি গঠন |
ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট উপজেলা সমবায় অফিসারের মাধ্যমে জেলা সমবায় অফিসারের বরাবরে আবেদন |
|
অন্তর্বর্তী কমিটি গঠন |
ব্যবস্থাপনা কমিটির মেয়াদের মধ্যে পরবর্তী কমিটি পুনর্গঠনে ব্যার্থ হলে ক্ষেত্র বিশেষে সংশ্লিষ্ট উপজেলা সমবায় অফিসার ও জেলা সমবায় অফিসার অন্তর্বর্তী কমিটি নিয়োগ করবেন। |
|
সমিতির তদারকি, পরিচর্যা ও পরিদর্শন |
অফিস প্রধান কর্তৃক প্রদত্ত আদেশের প্রেক্ষিতে নিয়মিত ভাবে সমবায় বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীগণ কর্তৃক সমবায় সমিতির সমিতির তদারকি, পরিচর্যা ও পরিদর্শন |
|
অভিযোগের তদন্ত ও তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ |
সু-নির্দিষ্ট অভিযোগ অথবা অডিট প্রতিবেদনের মন্তব্যের প্রেক্ষিতে জেলা সমবায় অফিসার তদন্ত এবং তদন্ত শেষে ব্যব্সথা গ্রহণ করবেন |
|
সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আপীল নিস্পত্তি |
নির্বাচন কমিটি কর্তৃক যাচাই বাছাইকালে সংক্ষুব্ধ প্রাথমিক সমিতির কর্তৃপক্ষ জেলা সমবায় কর্মকর্তার নিকট আপীল করবেন এবং জেলা সমবায় অফিসার বিধি মোতাবেক নিস্পত্তি করবেন |
|
বিরোধ নিস্পত্তি |
কোন সমিতিতে বিরোধ দেখা দিলে বিধি মোতাবেক জেলা সমবায় অফিসার নিস্পত্তি করবেন |
|
ভ্রাম্যমান প্রশিক্ষণ ও আইজিএ প্রশিক্ষণ |
জেলা সমবায় অফিসের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট ও ক্ষেত্র বিশেষে উপজেলা সমবায় অফিসারগণ যথাক্রমে ভ্রাম্যমান প্রশিক্সণ ও আইজিএ প্রশিক্সণ আয়োজন করবেন। |
|
আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ও বাংলাদেশ সমবায় একাডেমীতে প্রশিক্ষণার্থী প্রেরণ |
উপজেলা সমবায় অফিসার কর্তৃক মনোনিত বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীগণকে জেলা সমবায় অফিসার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ও বাংলাদেশ সমবায় একাডেমীতে প্রশিক্ষণার্থী হিসেবে প্রেরণ করবেন |
|
সমবায় সমিতির অডিট সম্পাদন |
ক্ষেত্র বিশেষে উপজেলা সমবায় অফিসার ও জেলা সমবায় অফিসারগণ কর্তৃক অডিট বরাদ্দের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সমবায় কর্মকর্তাগণ অডিট সম্পাদন করে প্রতিবেদন দাখিল করবেন |
|
সরকারী রাজস্ব -অডিট ফি আদায় |
সমবায় সমিতিগুলি নীট লাভের উপরে জেলা সমবায় অফিসার কর্তৃক ধার্যকৃত অডিট ফি ও ভ্যাট উপজেলা সমবায় অফিসারগণের মাধ্যমে আদায় করবেন |
|
সমবায় উন্নয়ন তহবিল আদায় |
সমবায় সমিতিগুলি নীট লাভের উপরে জেলা সমবায় অফিসার কর্তৃক ধার্যকৃত সমবায উন্নয়ন তহবিল উপজেলা সমবায় অফিসারগণের মাধ্যমে আদায় করবেন |
|
আশ্রয়ন ও গাভী পালন প্রকল্পের সুবিধাভোগীদের ঋণ ও প্রশিক্ষণ প্রদান |
মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর এর আশ্রয়ন প্রকল্পে এবং সমবায় অধিদপ্তরের মাধ্যমে গৃহীত গাভী পালন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্ধারিত উপজেলা সমবায় অফিসারগণকে অর্থবহ ও অব্যাহত সমর্থন/সহযোগীতা প্রদান |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS